
গঙ্গাচড়া (রংপুর), ০৪ নভেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় আজ শনিবার ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমীন নাহার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলম, মিল্ক ভিটার পরিচালক আব্দুল্লাহ আল হাদী, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সমবায়ী আব্দুল খালেক, প্রমোদ চন্দ্র, ফরিদা ইয়াছমিন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
এবিএন/এস এম স্বপন/জসিম/এমসি