শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জে আড়িয়াল খাঁ নদীর উপর সেতুর উদ্বোধন

হবিগঞ্জে আড়িয়াল খাঁ নদীর উপর সেতুর উদ্বোধন

মাদারীপুর, ০৪ নভেম্বর, এবিনিউজ : ‘উন্নায়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমš’¿ এই শ্লোগানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবহু কাঙ্খিত সপ্নের মাদারীপুরের ত্রিভাগদী-জিসি-মিঠাপুর হাট-হবিগঞ্জহাট-মোল্লারহাট-শেখপুর আর এন্ড এইচ সড়কের সদর উপজেলার হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদীর উপর নবনির্মত বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান সেতুর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচক করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ হাট, বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান সেতু সংলগ্ন মাঠে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর জেলা এ সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সেতুর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচক করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম সাদাত হোসেন, প্রকল্প পরিচালক শচীন্দ্র নাথ হালদার, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়াম্যান বীরমুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সেলিম, ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মৃধা প্রমুখ।

স্বাগত বক্তবে মাদারীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্ত্তী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গ্রামীন অবকাঠামো উন্নয়নের প্রকল্পর আওতায়, জাইকা ও জিওবির অর্থায়নে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদীর উপর ৫২০ মিটার দৈর্ঘ্যরে ব্রীজ।

মাদারীপুরের ত্রিভাগদী-জিসি-মিঠাপুরহাট-হবিগঞ্জহাট-শেখপুর-মোল্লারহাট সড়কের সদর উপজেলার হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদীর উপর ৬৩ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা ব্যায়ে আড়িয়াল খাঁ নদীর উপর সেতুর নির্মাণ কাজ ২০১৩ সালের ১৫ ডিসেম্বর শুরু করে গুনগত মান অক্ষুন্ন রেখে ২০১৭ সালের ২৫জুনে সম্পন্ন করেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান তানতিয়া ওরিয়েন্ট টেডিং এন্ড বিল্ডার্স লিঃ (ওটিবিএল)(জেভী)।

প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে ও দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর দূরত্ব ও বিকল্প যোগাযোগ মাধ্যমের জন্য মাদারীপুরের ত্রিভাগদী-জিসি-মিঠাপুরহাট-হবিগঞ্জহাট-শেখপুর-মোল্লারহাট সড়কের সদর উপজেলার হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদীর উপর বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান সেতুটি চালু হওয়ায় বিকল্প রুট হিসেবে ২০ কিলোমিটার দূরত্ব কমবে ঢাকা-বরিশালের যাতায়তে। এলাকার সাধারন জনগণের দীর্ঘদিনের চাহিদাও পূরণ হয়েছে।

মাদারীপুরের সাথে শিবচরের যোগাযোগ তথা ঢাকার সাথে যোগাযোগ ভাল এবং যোগাযোগ সহজ হয়েছে। এলাকার জনগণ মহাদুর্ভোগের মধ্যে দিয়ে শত শত বছর যাবৎ বসবাস করে আসছিলো। শত বছরেরও অধিক সময় ধরে ধুরাইল ইউনিয়নের জনগণ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল।

শেখ হাসিনার সরকারের অবদানে আজ আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ব্রীজ চালু হওয়ার কারনে বাহাদুরপুর, ধুরাইল ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের জনগনের ভাগ্যের চাকা খুলে যাবে এবং ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত