![মেলান্দহে মাছ চুরিকালে গুলি, আহত ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/jamalpur_abnews24 copy_109150.jpg)
জামালপুর, ০৪ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে পুকুরের মাছ চুরির ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোরে বেলতৈল খায়েরপাড়ায়। মাছ চুরির বাধা দানকালে ৫ প্রহরীকে পিটিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় ইদ্রিস আলী (৫৫)কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা হলো, লালান (৪২), নূরুল ইসলাম (৫৫), আ: রশিদ (৫০), রেহান আলী (৪০)।
জানাগেছে, মরহুম এরশাদুজ্জামান সাদা চেয়ারম্যানের ছেলে শিল্পপতি হামদুজ্জামান বাবলুর প্রায় ১০ একর জমির পুকুর পাহারার জন্য ১০ জন কর্মচারী নিয়োগ দেন। এলাকাবাসির শতশত লোকের ভাষ্য, বাবলু অর্থ কেলেংকারী ঘটনায় এলাকাবাসির সাথে বাবলুর বিরোধও চলছিল। মামলাও চলছে। মামলার প্রেক্ষিতে আত্মগোপনে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। স্থানীয় আ: হাকিমকে প্রহারের ঘটনায় বাবলুর বিরুদ্বে মামলা চলমান আছে।
পুকুরের পাহারাদার আলতাফুর মেম্বার জানান-ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত শামসুল হক (৫৫), মঞ্জু নেতা (৪৬), ডিপজল (২৫), আ: মজিদ (৩৫), জিয়ার উদ্দিন (৬০), বুলবুল (৩০), জাহের শেখ (৫৫)সহ শতাধিক লোক অতর্কিতভাবে পুকুর থেকে মাছ ধরা শুরু করে। পাহারদাররা বাধা প্রদান করলে তাদেরকে এলোপাথাড়িভাবে প্রহারসহ দুই রাউন্ড গুলি ছুড়ে অতংক সৃষ্টি করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আ: মজিদের স্ত্রী শাহিনা (২২) জানান, আমরা বাবলুর কাছ থেকে দলিলমূলে ১০ লাখ টাকায় ৩ বছর মেয়াদে পুকুরটি লীজ নিয়ে ৩৪ হাজার টাকার মাছও ছাড়া হয়েছে। কিন্তু বাবলুর চক্রান্তের কাছে আমরা অসহায়। পুকুরে মাছ চাষও করতে দেয় না। টাকাও ফেরত দেয় না। এ নিয়ে মামলাও চলছে। গুলাগুলির ঘটনাটি সাজানো।
অফিসার ইনচার্জ মাজহারুল করিম জানান-ঘটনাটি শোনার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। মনেহচ্ছে ঘটনাটি মিথ্যা। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি