![রামপালে জাতীয় সমবায় দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/rally_abnews_109155.jpg)
রামপাল (বাগেরহাট), ০৪ নভেম্বর, এবিনিউজ : “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সমানে রেখে রামপালে যথাযত মর্যাদার সাথে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসনে ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির ও উপজেলার বিভিন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি