![ফেনীতে সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/feni-somoby-pic-Ñ2-4.11.17_109168.jpg)
ফেনী, ০৪ নভেম্বর, এবিনিউজ : “উৎপাদন মুখি সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ফেনী ও জেলা সমবায় বিভাগ আয়োজিত ৪৬তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম।
অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আবদুর রাজ্জাক, ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি এ্যাডভোকেট নুর হোসেন, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ-সভাপতি আলহ্্জ্ব গিয়াস উদ্দিন বুলবুল।
জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. ইকবাল হোসেন ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন-মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, বিরিঞ্চি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটিড এর সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আমিন, ফেনী নারি উন্নয়ন সমবায় সমিতির সহ-সভাপতি সাহিনা আক্তার গিয়াস, বন্ধুর বন্ধন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সেফায়েত উল্যাহ, পশ্চিম পাঠান নগর কৃষি সমবায় সমিতির সভাপতি কাজী কামাল উদ্দিন, ফেনী জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি কামরুজ্জমান মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে ৩জন সমবায়ীকে ভাল কাজের জন্য ক্রেষ্ট ও ০৯টি সমবায়ী প্রতিষ্ঠান নিয়মিত সরকারী রাজস্ব প্রদান করায় সনদপত্র বিতরণ করা হয়।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/রাজ্জাক