![সাভারে রিকশা নিয়ে বালুভর্তি ট্রাক খাদে : নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/05/savar_109219.jpg)
সাভার (ঢাকা), ০৫ নভেম্বর, এবিনিউজ : ঢাকার অদূরে সাভারে বালুবোঝাই ট্রাক উল্টে রিকশার যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বালুবোঝাই ট্রাক একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে রিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকের নিচে চাপাপড়া আরেকটি লাশ উদ্ধার করা হয়।
এদিকে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করেছে। আহত ৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বালুবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন রিকশা যাত্রী ও অপরজন ট্রাক শ্রমিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ