গোপালগঞ্জ, ০৫ নভেম্বর, এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, ১৯৬৭ সালে বিদ্যালয়টিতে নিম্ন মাধ্যমিক এবং ১৯৭৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পাঠদান শুরু হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে। অথচ নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ, বসার জন্য নেই বেঞ্চ, নেই খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ। পাবলিক পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের ক্লাস বন্ধ রেখে পরীক্ষা নেন শিক্ষকরা। জরাজীর্ণ টিনসেড ভবন ভেঙ্গে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাসিম খান বলে, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জরাজীর্ণ ভবনে ক্লাস করছি। আমাদের ভবনটি সংস্কার করার জোর দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল জানান, ‘বিদ্যালয়ে শ্রেণী কক্ষ ও আসবাবপত্র সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে ছাত্রছাত্রীতের পাঠদান করাতে হচ্ছে। তাই নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছি।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুজ্জামান খাঁন মিলন বলেন, ‘এ বিদ্যালয়ে বর্তমানে ৬ষ্ট থেকে ৮ম শ্রেণীর জন্য সরকার অনুমোদিত একটি করে শ্রেণী শাখা থাকলেও নবম ও দশম শ্রেনীর পাঠদানের জন্য কোন শ্রেণী কক্ষ নেই। গত ১৩ আগষ্ট ২০১৬ইং তারিখে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। একতলা বিশিষ্ট ভবনটি ৪ তলা ফাউন্ডেশনে প্রস্তুত। ভবনটিকে ৪ তলায় উন্নীত করা হলে ছাত্র-ছাত্রীদের দূর্ভোগ লাঘব হবে।’
এবিএন/ লিয়াকত হোসেন লিংকন/জসিম/নির্ঝর