![বন ও পরিবেশ উপমন্ত্রীর লাউয়াছড়া পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/05/sylet-bon-montri_109233.jpg)
শ্রীমঙ্গল, ০৫ নভেম্বর, এবিনিউজ : বন ও পরিবেশ উপমন্ত্রী অাবদুল্লাহ অাল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশে বনভূমির পরিমান ২০ শতাংশে উন্নীত করা হবে। এ ব্যাপারে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার পরিবেশ ও বন রক্ষায় কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার দুপুরে মন্ত্রী মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপমন্ত্রী অারো বলেন, শতাব্দির ঐতিহ্য লাউয়াছড়া দেশের একটি অন্যতম সম্পদ। উল্লুকসহ বন্যপ্রানী, পাখি ও উদ্ভিদকুলের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্হান। তাই লাউয়াছড়াকে পরিবেশবান্ধব, অাকর্ষণীয় করে গড়ে তুলতে যা যা করা দরকার তার সব করা হবে।
লাউয়াছড়ার অভ্যন্তরে সড়ক ও রেলপথে সাপসহ বন্যপ্রানীর মৃত্যুর বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সাথে অালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
পরে উপমন্ত্রী লাউয়াছড়ার বন্যপ্রানী সংরক্ষন ও ইকো- ট্যুরিজমের উন্নয়নের লক্ষে প্রকল্প তৈরি করতে স্হানিয় বন্যপ্রানী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগকে নির্দেশ দেন।
এ সময় উপস্হিত ছিলেন, বন্যপ্রানী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. অানোয়ারুল হক, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. অাশেকুল হক, সহকারি বন সংরক্ষক রাজেশ চাকমা ও তবিবুর রহমান প্রমুখ।
পরে উপমন্ত্রী লাউয়াছড়ায় কিছু বন্যপ্রানী অবমুক্ত ও ফলদ গাছের চারা রোপন করেন।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর