বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রবিবারের রাশিফল

রবিবারের রাশিফল

ঢাকা, ০৫ নভেম্বর, এবিনিউজ :ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস। মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

মেষ রাশি(২১ মার্চ – ২০ এপ্রিল):আপনার আজকের দিনটি শুভ। স্পন্ডেলাইটিসের ব্যথায় কষ্ট হতে পারে। এজেন্সি বা পাবলিকেশন সংক্রান্ত ব্যবসায়ে অর্থ বিনিয়োগে সফলতা লাভের যোগ। প্রেমজ সম্পর্কে আপনার সহজাত সুন্দর স্বভাব বজায় রাখুন। শুভ রং-নীল, শুভ সংখ্যা-৪।

বৃষ রাশি(২১ এপ্রিল – ২১ মে):আপনার আজকের দিনটি শুভ। কোমর ও পিঠের ব্যথায় কষ্ট হতে পারে। গৃহসংক্রান্ত ঋণ অনুমোদনের যোগ রয়েছে। বস্ত্র ও খাদ্যদ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবার যোগ। সাহিত্য ও কলা জগতের সাথে যুক্ত থাকলে সফলতা পাবেন। শুভ রং-লাল, শুভ সংখ্যা-৭।

মিথুন রাশি(২২ মে – ২১ জুন):আপনার আজকের দিনটি মধ্যম। কর্মস্থল ও পারিবারিক কোনও সমস্যার সমাধানে নিজমত প্রদান করে প্রশংসিত হবেন। টেলিকমিউনিকেশন ও আই টি সংক্রান্ত বিষয় নিয়ে কর্ম করলে কর্মে সুনাম লাভের যোগ।শুভ রং- বাদামি, শুভ সংখ্যা-৫।

কর্কট রাশি(২২ জুন – ২২ জুলাই):আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত। দাঁতের ব্যথায় ভুগতে হতে পারে। চাকরিজীবীরা বিশেষত প্রশাসনিক কর্মে নিযুক্ত থাকলে সফলতা পাবেন। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত গ্রহণ বা পরিকল্পনার ক্ষেত্রে শুভ সময় ৩:৩০এর পর | শুভ রং-সবুজ, শুভ সংখ্যা-৭।

সিংহ রাশি(২৩ জুলাই – ২৩ আগস্ট):আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত। রক্তচাপের সমস্যায় নানা শারীরিক সমস্যা বৃদ্ধি। গাড়ি বা টেলিকমিউনিকেশনের ব্যবসায়ের অর্থ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। কর্মে সংস্থাগত পরিবর্তনের সুযোগ আসবে। শুভ রং-গোলাপি, শুভ সংখ্যা-৩।

কন্যা রাশি(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):আপনার আজকের দিনটি শুভ। কোমরের বাতের ব্যথা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কোনরকম আর্থিক লেনদেনের ব্যাপার থাকলে ২:৩০এর পর করুন। সৃজনশীল কর্মে সাফল্য লাভ। শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৮।

তুলা রাশি(২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):আপনার আজকের দিনটি মধ্যম। মাথার কোনও সমস্যা আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের মতামতেরও গুরুত্ব দিন। গৃহে থেকে কোনও ব্যবসা করার পরিকল্পনা করতে পারেন। শুভ রং-লাল, শুভ সংখ্যা-৪।

বৃশ্চিক রাশি(২৪ অক্টোবর – ২২ নভেম্বর):আপনার আজকের দিনটি মধ্যম। হাঁটুর কোনও সমস্যায় হাঁটাচলায় অসুবিধা হতে পারে, কর্মস্থলে বা ব্যবসা ক্ষেত্রে অকারণ বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। ব্যবসায়ে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৫।

ধনু রাশি(২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):আপনার আজকের দিনটি মধ্যম। চোখের কোনও সমস্যায় ভোগান্তি। কোনও প্রকার কনসালটেন্সিমূলক কর্মে নিযুক্ত থাকলে সফলতা পাবেন। সন্তানের বিদ্যাশিক্ষায় সাফল্য লাভের যোগ। শুভ রং-সবুজ, শুভ সংখ্যা-২।

মকর রাশি(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):আপনার আজকের দিনটি মধ্যম। হজমজনিত সমস্যায় ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ মিটিং বা অ্যাপয়েন্টমেন্টগুলিকে দুপুর ১১:১৫-এর পরে রাখুন। দাম্পত্যে সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করুন। শুভ রং-বেগুনি, শুভ সংখ্যা-১।

কুম্ভ রাশি(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):আপনার আজকের দিনটি মধ্যম। কর্মস্থলের অতিরিক্ত কাজের চাপ মানসিক অবসাদ বাড়াবে। দুপুর ১১:৫৫-১:৩০-এর মধ্যে কর্মলাভ বা কর্মে কোনও নতুন যোগাযোগের খবর পেতে পারেন। শেয়ারে আজ ক্ষতির সম্ভাবনা। শুভ রং-ক্রিম, শুভ সংখ্যা-৭।

মীন রাশি(১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):আপনার আজকের দিনটি মধ্যম। আপনার বাক্য ও আচরণে সংযম প্রয়োজন। কোনও বিষয়ে হঠকারিতা বিপত্তির সৃষ্টি করবে। স্বনিযুক্তি কর্মে আজ লগ্নী নিয়ন্ত্রণ করুন টাকা আটকে যাবার সম্ভাবনা। শুভ রং-নীল, শুভ সংখ্যা-৬।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত