শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা, ০৫ নভেম্বর, এবিনিউজ : পাবনা সদর উপজেলায় বাস, নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৬ জন।

আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলার মালিগাছা মজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নছিমন চালক পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই শুক্লা গ্রামের মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫) ও সম্রাট (৩০)।

পাবনা সদর থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, দুপুরে রাজশাহী থেকে বাস পাবনাগামী রাব্বী পরিবহনের দ্রুতগামী একটি বাস একই পথের একটি নসিমনকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা দেয়। এ সময় নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলেল সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালকের মৃত্যু ও আরও ৭ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাবনা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত