শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গলাচিপায় ইয়াবাসহ মাদক সম্রাট লেদু কামাল আটক

গলাচিপায় ইয়াবাসহ মাদক সম্রাট লেদু কামাল আটক

পটুয়াখালী, ০৫ নভেম্বর, এবিনিউজ : " মাদক " এ নামটি যেমন মরনের হাতছানি। অকালেই কেরে নিচ্ছে সুন্দর জীবন সহ মা- বাবার স্বপ্ন। আর এ স্বপ্ন ভেংঙ্গে অকালে জীবন কেড়ে নিয়ে নিজেদের আখের গুছিয়ে নিচ্েেছ রক্তচোষা মাদক সিন্ডিকেট চক্র। বর্তমান সরকারের মাদকদ্রব্য নিয়োন্ত্রন অধিদপ্তর ও পটুয়াখালী পুলিশ প্রশাসনের উদ্দ্যেগে মাদক নিধন অভিযানের ধারাবাহীকতায় গলাচিপা উপজেলা থানা ইনচার্জ মোঃ জাহিদ হোসেন এর নেত্রীত্বে গলাচিপার গোপন সংবাদ এবং গলাচিপা থানার পুলিশ অফিসার এস আই মোঃ জাকারিয়া ও এ এস আই রাজীব চন্দ্র মৃধা এর চৌকশ অভিযানে ১১ শত ৯ পিচ ইয়াবা সহ ৫ নভেম্বর ২০১৭ইং সকাল সোয়া ৬ টায় মাদক বিক্রিয়ক সিন্ডিকেটের প্রধান সহকারী গলাচিপা পৌর সভার ৭ নং ওয়ার্ডের মৃতঃ আজাহার হাওলাদারের ছেলে কামল হাওলাদার ওরফে লেদূ কামলকে আটক করে ঐ দিনেই জেল হাতে প্রেরণ করে থানা পুলিশ। এবিষে মাদক বিক্রেতা লেদু কামলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে প্রতিবেদককে জানিয়েছেন, ওসি মোঃ জাহীদ হোসাইন। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে মাদক থেকে রক্ষায় বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বদা'ই সজাগ আছে বলে মাদক নিধন অভিযানে জনসাধারণ ও অভিবাবকদের সহযোগিতা করার অনুরোধ জানান।

এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত