শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চিতলমারীতে ইয়াবাসহ এক যুবক আটক

চিতলমারীতে ইয়াবাসহ এক যুবক আটক

বাগেরাহাট, ০৫ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে কামরুল শেখ (৩৫) নামের এক যুবককে ১০ পিচ ইয়াবাসহ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯ টায় উপজেলার রহমতপুর গ্রামের আড়–য়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল কলাতলা ইউনিয়নের চরকুনিয়া গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ কামরুল শেখকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (৭ নং) একটি মামলা দায়ের হয়েছে। রোববার সকালে কামরুলকে আদালতে প্রেরণ করা হয়।

এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত