![বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/05/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_109346.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৫ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ইব্রাহমি(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ধূলিয়া ইউনিয়নের বাদ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, গতকাল দুপুরে বাদ্যপাশা গ্রামের সাহা আলীর শিশু ছেলে ইব্রহীম সকলের অগোচড়ে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে ইব্রহীমকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কালিশুরী স্লোব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
এবিএন/দেলোয়ারহোসেন/জসিম/তোহা