![বাউফলে জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষায় বহিস্কার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/05/potuakhali_abnews24_109347.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৫ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে জে,এস,সি ও জে,ডি,সি পরীক্ষায় আজ রবিবার ০৩ জন শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, জে.এস.সি ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময় উপজেলার ড. ইয়াকুব শরিফ ডিগ্রী কলেজ কেন্দ্র ও নওমালা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ০২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে জে,ডি,সি পরীক্ষা আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময় অসদুপায় অবলম্বনের দায়ে কনকদিয়া কেন্দ্রে ০১ জন মাদ্রাসা শিক্ষার্থী বহিষ্কৃত করা হয়েছে।
এবিএন/দেলোয়ারহোসেন/জসিম/তোহা