![আগৈলঝাড়া আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/05/milad_abnews_109369.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৫ নভেম্বর, এবিনিউজ : বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে।
কর্মসুচীর অংশ হিসেবে আজ রবিবার জোহর বাদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, গিয়াস উদ্দিন মোল্লা, এআর ফারুক বখতিয়ার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি