বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মা‌নিকগ‌ঞ্জে বি‌য়ে‌তে রা‌জি না হওয়ায় কিশোরীকে হত্যা

মা‌নিকগ‌ঞ্জে বি‌য়ে‌তে রা‌জি না হওয়ায় কিশোরীকে হত্যা

মা‌নিকগ‌ঞ্জে বি‌য়ে‌তে রা‌জি না হওয়ায় কিশোরীকে হত্যা

মা‌নিকগঞ্জ, ০৫ নভেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বি‌য়ে‌তে রাজী না হওয়ায় বৃষ্টি আক্তার (১৫) না‌মের এক কি‌শোরী‌কে হত্যার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

‌নিহত বৃষ্টি আক্তার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের সরাবদি নগর এলাকার দিনমজুর রমজান আলীর মেয়ে। আজ রবিবার বি‌কে‌লে উপজেলার বাল্লা ইউনিয়নের সরাবদি নগর এলাকার নিজ বা‌ড়ি থেকে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ।

জানা গে‌ছে, সরাবদি নগর এলাকার স্থানীয় এক যুবক বৃষ্টিকে বিয়ে করার জন্য পারিবারিক ভাবে প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় বৃ‌ষ্টির প্র‌তি ক্ষিপ্ত ছি‌লো সে। রোববার দুপুরে বৃ‌ষ্টি‌কে বাড়িতে একা পে‌য়ে পরিকল্পিত ভাবে বৃষ্টিকে হত্যা ক‌রে পা‌লি‌য়ে যায় সে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান ঘটনার সত্বত্যা নিশ্চিত ক‌রে জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দা‌য়ে‌রের প্র‌ক্রিয়া চল‌ছে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত