![লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিলুপ্তপ্রায় প্রাণী লেপার্ড ক্যাটের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/06/lapard-cat_109443.jpg)
শ্রীমঙ্গল, ০৬ নভেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী চিতা বিড়ালের ( লেপার্ড ক্যাট)। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় পার্কের প্রধান ফটকের আনুমানিক দু’শ গজ পূর্বদিকে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় একটি বিলুপ্তপ্রায় ‘লেপার্ড ক্যাট’ (চিতা বিড়াল) মারা যায়। কিছুদিন আগে একই স্থানে আরো একটি লেপার্ড ক্যাটের একইভাবে মৃত্যু হয়েছিল।
চিতা বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ। এদের ওজন প্রায় ৩ বা ৪ কেজি। আকারে প্রায় ৬০-৬৬ সেন্টিমিটার হয়ে থাকে বলে জানান এসিএফ তবিবুর রহমান। বন্যপ্রানী সমৃদ্ধ দেশের অন্যতম সংরক্ষিত বন এবং রেইনফরেস্টখ্যাত লাউয়াছড়ায় প্রায়ই যানবাহনের ধাক্কায় বা চাপা পড়ে সাপসহ বিভিন্ন প্রানী মারা যাচ্ছে।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর