বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাউফলে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী), ০৬ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্বে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী কর্মশালা বাউফল সরকারি কলেজ আইসিটি ভবনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হারুন অর-রশিদ মোল্লা যুগ্ন সচিব ও পরিচালক গবেষনা ও প্রশিক্ষন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, নুরন্নাহার চৌধুরী উপ-সচিব, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, সৈয়দ মিজানুর রহমান উপ-সচিব ও প্রকল্প পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, লুৎফুন নাহার উপ-পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ও তাজকিয়া আহম্মেদ সহকারী প্রকৌশলী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

এছাড়া উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম ও বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় ৫৪০ জন প্রক্ষিনার্থী অংশগ্রহণ করেন।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত