
কক্সবাজার, ০৬ নভেম্বর, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হলেও জনসমর্থনের দিক দিয়ে তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আজ সোমবার বেলা ১১টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরো বলেন, ‘কোনোভাবে বিএনপিকে দুর্বল প্রতিপক্ষ ভাবা যাবে না। আবার আওয়ামী লীগবিরোধী সব শক্তি ধানের শীষে ভোট দেবে। এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে আমাদের। তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী ভেবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’
মন্ত্রী বলেন, তরুণরাই হচ্ছে আওয়ামী লীগের আগামী দিনের শক্তি। তাই তরুণদের সদস্যভুক্তি করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। সেইসঙ্গে নারীদেরও অগ্রাধিকার দিতে হবে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর উন্নয়নে নারীদের গুরুত্ব দিচ্ছেন।