শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
৭ মার্চের ভাষণকে ইউনোস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দেয়ায়

ফেনীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

ফেনীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

ফেনী, ০৬ নভেম্বর, এবিনিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনোস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসাবে স্বীকৃতি দেওয়ায় ফেনীতে বিশাল আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার বিকেলে ফেনী পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশাল আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মহিলা এমপি জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি এড. হাফেজ আহমদ, প্রিয় রঞ্জন দত্ত, মাষ্টার আলী হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, দপ্তর সম্পাদক শহীদ খন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক এড. নুর হোসেন।

আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত