![আগৈলঝাড়ায় অন্ত:স্বত্তা গৃহবধূকে শারীরিক নির্যাতন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/07/houdewife_abnews_109626.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৭ নভেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় সুদের টাকার জন্য অন্ত:স্বত্তা গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত শশধর বাড়ৈর ছেলে স্থানীয় সুদী মহাজন সুশীল বাড়ৈর কাছ থেকে একই এলাকার দিনমজুর সুশান্ত পান্ডে দুই হাজার টাকা সুদে আনেন।
সময়মত টাকা দিতে না পারায় রবিবার সন্ধ্যায় সুদের টাকার জন্য তাগাদা দেয় সুশীল বাড়ৈ। টাকা দিতে না পরায় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দিনমজুর সুশান্ত পান্ডেকে মারধর করে ওই সুদী মহাজন। এ সময় সুশীলের অপর দ্ইু ভাই শিশির ও সমীর হামলায় অংশ নেয়। হামলার হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে অন্ত:স্¦ত্তা স্ত্রী ইতি পান্ডের পেটে লাথি মারে সুশীল বাড়ৈ।
এ সময় ইতির রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় চিকিৎসক কৃষ্ণকান্ত বাড়ৈ প্রাথমিক চিকিৎসা দেয়। দীর্ঘ সময়ে রক্তক্ষরণ বন্ধ না হলে ইতি পান্ডেকে মূমূর্ষ অবস্থায় ওই রাতেই গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সুদী মহাজন সুশীল বাড়ৈ মারধর করার অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় ইউপি সদস্য প্রফুল্ল পান্ডে মারধরের কথা স্বীকার করেন।
পরে স্থানীয় দুই ইউপি সদস্য প্রফুল্ল পান্ডে ও সদস্য ঊষা রানী বাড়ৈ নির্যাতিতা ইতি পান্ডেকে হাসপাতালে দেখতে যান। এ ঘটনায় ইতির পরিবার থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি