![সিলেটে পাথর তুলতে গিয়ে নিহত ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/07/sylhet-dead-6_109639.jpg)
সিলেট, ০৭ নভেম্বর, এবিনিউজ :সিলেট, ০৭ নভেম্বর, এবিনিউজ : সিলেটের কানাইঘাটের লোভাছড়ার বাংলাটিলা এলাকায় পাথর তুলতে গিয়ে ভূমিধসে ৫ মাদরাসাছাত্রসহ ৬ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।
নিহতদের মধ্যে ৫ জন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ওই মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। ওই আয়োজনের জন্য টাকা সংগ্রহ করতে মাদরাসাছাত্রদের দলটি লোভাছড়া নদীর তীরে পাথর সংগ্রহ করতে যায়। লোভাছড়া নদীর পানি শুকিয়ে আসায় তলদেশে অনেক পাথর বেরিয়ে এসেছে। সেই পাথর তুলতে গিয়েছিল ওরা, যাতে পাথর বিক্রি করে টাকা জোগাড় করা যায়। তারা নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে ভূমিধসে পড়লে ওই দলের সবাই চাপা পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ৬ জনের লাশ উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলাটিলা নদীর পাড়ের দুর্গম এলাকায় এরই মধ্যে পুলিশ পৌঁছে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া সুলতানা। তিনি উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ ছাত্রসহ ৬ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ