
ঢাকা, ০৭ নভেম্বর, এবিনিউজ : ৩৮তম বিসিএসের প্রাক-বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩৭তম বিসিএসের ভাইভা পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখ শুরু হবে। আর ৩৯তম বিসিএসের বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি। এ–সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত আগারগাঁওয়ে পিএসসির নিজস্ব ভবনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের নেতৃত্বে সদস্যদের একটি বৈঠক হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৮তম বিসিএসের মাধ্যমে২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
এবিএন/জনি/জসিম/জেডি