বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিংড়ায় ‘পানসি নাও’ বইয়ের মোড়ক উন্মোচন

সিংড়ায় ‘পানসি নাও’ বইয়ের মোড়ক উন্মোচন

সিংড়া (নাটোর), ০৭ নভেম্বর, এবিনিউজ : নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে স্থানীয় কবি সরদার আফসার উদ্দিন আহমেদ এর রচিত গ্রন্থ ‘পানসি নাও’ এর মোড়ক উন্মোচন করা হয়। উন্মোচন করেন, বেতারের গীতিকার কবি লতিফ মাহমুদ। পরে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি সৌরভ সোহরাবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাপ্তাহিক উত্তর গণজীবনের প্রকাশক আব্দুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চলনবিল ফেসবুক সোসাইটির মহাসচিব মাহাবুব আলম বাবু। আরো বক্তব্য দেন, নাট্যকার মিনহাজ মল্লিক, সাংবাদিক রাকিবুল ইসলাম, মানবাধিকার কর্মী শরিফ মৃধা, সাংবাদিক আবু জাফর সিদ্দিক, এনামুল হক বাদশা প্রমূখ। কবিতা আবৃত্তি করেন, কবি আবুল হোসেন, কবি হাবিবুর রহমান, খলিল আহমেদ, সুবর্না, প্রভাষক রাশেদুল মোর্শেদ, টপি সরদার, শাহিন তালুকদার প্রমূখ। পরে অতিথীদের মাঝে বই ও কবিতা আবৃত্তিতে সেরাদের পুরস্কার দেয়া হয়।

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত