বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পাথর তুলতে গিয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাথর তুলতে গিয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেট, ০৭ নভেম্বর, এবিনিউজ : সিলেটের কানাইঘাটে পাথর তুলতে গিয়ে পাহাড়ধসে পাঁচ ছাত্রসহ ছয় জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ হামিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক রাহাত আনোয়ার এতথ্য নিশ্চিত করে জানান, তিন দিনের মধ্যে কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে হবে।

এর আগে সকাল ৮টার দিকে কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে ওই দুর্ঘট্নায় ছয়জন মারা যান। নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সূত্রে জানা যায়, বাংলা টিলার ওই এলাকাটি দুর্গম। বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর উত্তোলন চলছিল। এ সময় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন চাপা পড়ে। এদের মধ্যে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে চার জন মাদ্রাসার ছাত্র ও একজন স্কুলছাত্র। অন্যজন শ্রমিক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। এতে ছয় মারা গেছেন। এদের মধ্যে পাঁচ জন ছাত্র।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত