
রাজবাড়ী, ০৭ নভেম্বর, এবিনিউজ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যৌনপল্লীতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ নভেম্বর সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মজীবী কল্যাণ সংস্থা, মুক্তি মহিলা সমিতি এবং সেভ দ্যা চিলড্রেনের উদ্যোগে রাজবাড়ী জেলার সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শিক্ষা-স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কে.কে.এস এর নির্বাহী পরিচালক রাজবাড়ীর আলোকিত মানুষ সমাজ সেবক ফকির আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শওকত আলী। জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও সেভ দ্যা চিল্ডেনের কোরিয়ার ৩ কর্মকর্তা উপস্থিথ ছিলেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা