
ঢাকা, ০৭ নভেম্বর, এবিনিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিপ্লব ও সংহতি দিবসে বিএনপিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দেয়নি সরকার। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।
প্রতিবছর ৭ নভেম্বর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। তবে এ বছর সিপিএ সম্মেলনে কারণে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর অনুমতি পায়নি দলটি।
বিএনপির মহাসচিব বলেন, ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটি কনফারেন্সের (সম্মেলন) বরাত দিয়ে সরকার ১৪৪ ধারা জারি করে আমাদের, আজকে সকালে, যে আমরা যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি, আমরা যে ফাতিহা পাঠ করি, সেই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছে। আমরা মনে করি যে, সরকার ইচ্ছাকৃতভাবেই (শ্রদ্ধা জানাতে দেয়নি)। কারণ, ওই জায়গাটাকে বাদ দিলেই তো তারা পারত। কারণ, ওই দিকটাতে খুব বেশি সম্মেলন কিন্তু অ্যাফেক্ট (প্রভাব) করে না। কিন্তু তারা সেটা ইচ্ছাকৃতভাবেই করেছে।’