![হোসেনপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/07/kisorgoang_abnews24 copy_109773.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৭ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় শরবিন আক্তার (২৪) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ করেছেন নিহত গৃহবধূর স্বজনরা। তবে স্বামীসহ বাড়ির লোকজন এটাকে আত্মহত্যার ঘটনা বলে দাবি করেছে। আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) উপজেলার ঢেকিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুজন মিয়াকে (২৮) আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত গৃহবধু শরবিন আক্তার উপজেলার ধুলিহর গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার জুনাইদ (০৫) ও জুবাইদ (০২) নামের দুই ছেলে রয়েছে। নিহত শরবিন আক্তারের মা নাসিমা আক্তার জানান, শরবিনকে তার স্বামী সুজন, তার বোনজামাই আব্দুল্লাহ ও মামাতো ভাই ভুট্টো মিলে হত্যা করে ঘরের ধর্নার সাথে ওড়নায় বর্শিগিরো লাগিয়ে ফাঁসিতে ঝুঁলিয়ে রেখেছে। আশে পাশের বাড়ির লোকজন এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে তিনি জানান। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা