![মানিকগঞ্জে পুলিশ কর্মকর্তার মা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/07/karadando@abnews24_109781.jpg)
মানিকগঞ্জ, ০৭ নভেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের ঘিওরে পুলিশ কর্মকর্তার মা তাজাল্লিয়া বেগম আলো হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন ও উজ্জল। এদের সবার বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়। আর নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলায় ঢাকার নবাবগঞ্জের শংকর কর্মকারকে খালাস দেওয়া হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক এটিএম মনিরুজ্জামানের মা তাজাল্লিয়া বেগম আলোকে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট মেয়ের জামাই সাঈদ অন্য আসামিদের সহায়তায় হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় তাজাল্লিয়া বেগমের মেঝো মেয়ের স্বামী আওলাদ খান বাদী হয়ে চারজনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ চার আসামির নামে চার্জশিট দাখিল করে।
আজ মঙ্গলবার রায় ঘোষণার সময় আসামি আবু সাঈদ ও খালাস পাওয়া শংকর আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি আসামিরা পলাতক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মানিকগঞ্জ জজ কোটের পিপি অ্যাড. আব্দুস সালাম এবং আসামি পক্ষে অাইনজিবী ছিলেন অ্যাড. দেলোয়ার হোসেন।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি