![মাদারীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/07/meeting_abnews_109815.jpg)
মাদারীপুর, ০৭ নভেম্বর, এবিনিউজ : সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়েছিলো ৭ নভেম্বরে গণতন্ত্রের মুক্তি আসুক রাজ পথে বাংলার ঘরে ঘরে এই শ্লোগানে মাদারীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। মাদারীপুর জেলা বিএনপি’র উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর পৌর শহরের পুরান বাজার মেলবোর্ন প্লাজার বিএনপির জেলা কার্যালয়ে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মজিবর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া।
আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. শরিফ সাইফুল কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান(শরিফ মনির), সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল, সদর থানা ছাত্রদলের সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমান, জেলা মুক্তিযুদ্ধের প্রজম্মদলের নেতা শাহিন চৌকিদার, রনি শরিফ, শ্রমিক দলের সেলিম মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি