বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে ইটভাটার শ্রমিক নির্যাতনের অভিযোগ

মানিকগঞ্জে ইটভাটার শ্রমিক নির্যাতনের অভিযোগ

মা‌নিকগঞ্জ, ০৭ নভেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের সিংগাই‌রে ইটভাটার শ্রমিক সর্দার ও তার দুই সহযোগীর নির্যাতনে মারাত্নক অাহত হবার পর চি‌তিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম ব্যাপারী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ অভিযোগ এনেছেন নিহতের পরিবার।নিহত শ্র‌মিক সালাম মানিকগঞ্জ সদর উপজেলার মৃত মতি ব্যাপারীর পুত্র।

‌সিংগাই‌র উপ‌জেলার বেরুণ্ডি গ্রামে অবস্থিত (এম.আই.বি) ইট ভাটায় তা‌কে নিযাত‌নের পর সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহতের মা আনোয়ারা খাতুন জানায়, তার পুত্র সালামকে একই গ্রামের শ্রমিক সর্দার মজিবর শিকদার মৌসুমের শুরুতে সিংগাইরের বেরুণ্ডি গ্রামে অবস্থিত (এম.আই.বি) ব্রিক্সে শ্রমিক হিসেবে কাজে নেয়। এরপর থেকে সে নিয়মিতই ঐ ভাটায় কাজ করে আসছিল । কিন্তু ৩ দিন আগে সর্দার মজিবরের কাছে সালাম মজুরির পাওনা টাকা চাইতে গেলে তাকে কাজে অমনোযোগী ও ফাঁকি দেওয়ার অভিযোগ এনে টাকা দিতে টালবাহানা করে। সে সময় বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সর্দার মজিবর ও তার দুই সহযোগী শ্রমিক লাভলু শিকদার ও বকুল শিকদার শারীরিক নির্যাতন করে।

নির্যাতনে সালাম জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তারপরও সালামের অবস্থার অবনতি হলে খবর পেয়ে তার মা আনোয়ারা খাতুন তার স্বজনদের নিয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। সোমবার তা‌কে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সে।

সিংগাইরের বেরুণ্ডি গ্রামে অবস্থিত (এম.আই.বি) ইটভাটার মালিক ইসমাইল হোসেন জানায়, সর্দার মজিবর তাকে জানিয়েছে এক শ্রমিক অসুস্থতার জন্য ছুটি নিয়ে গেছে এবং হাসপাতালে তার মৃত্যুর খবর সে শুনেছে। তবে নির্যাতনের কারণে শ্রমিকের মৃত্যু হলে তিনিও জড়িতদের শাস্তি চান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার ইমাম হোসেন জানায়, ঘটনা‌টি জা‌ন্তে পে‌রে অা‌মি বিষয়টি তদন্তের জন্য পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্যাত‌নে শ্র‌মি‌কের মূত্যু হ‌লে ‌দোষী‌দের বিরু‌দ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত