শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে ‘টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর যাত্রা শুরু

নরসিংদীতে ‘টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর যাত্রা শুরু

নরসিংদীতে ‘টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর যাত্রা শুরু

নরসিংদী, ০৮ নভেম্বর, এবিনিউজ : নব-নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মাধ্যমে নরসিংদীতে যাত্রা শুরু করল ‘নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’। গতকাল মঙ্গলবার রাতে বাজির মোড়ে চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টে জেলার সকল টেলিভিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কার্যকরী কমিটি গঠন করা হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরীয়ারের সভাপতিত্বে সভায় সর্ব সম্মতি ক্রমে এনটিভির স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ সাহাকে সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল আমীন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কার্যকরী কমিটিতে অন্যান্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার, কোষাধ্যক্ষ একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বর্মন, কার্যনির্বাহী সদস্য জিটিভির জেলা প্রতিনিধি শ্যামল মিত্র, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন।

এছাড়া সকল টেলিভিশনের প্রতিনিধিদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস, চ্যানেল টুয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আকরাম হোসেন ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহীন আহমেদ।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত