![দৌলতপুরে বিনামুল্যে সার ও বীজ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/08/seeds_abnews_109887.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ০৮ নভেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন।
এছাড়া ইউপি চেয়ারম্যান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলার ১৬‘শ কৃষকের মধ্যে প্রণোদনার আওতায় ২ কেজি ভুট্টাবীজ ও ৩০ কেজি সার বিতরণ করা হয়।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি