শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সেনবাগে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সেনবাগ (নোয়াখালী), ০৮ নভেম্বর, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির বীরকোটে নারী ঘটিত বিষয় নিয়ে ওয়াজ শুনাকে কেন্দ্র করো সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবদুল মমিন (৪৩) মৃত্যু ঘটেছে। এ ঘটনার বিচার দাবীতে গতকাল মঙ্গলবার রাতে বীরকোট ও কানকিরহাট বাজারে বিক্ষুব্দ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। পরে তারা সেনবাগ-সোনাইমুড়ী সড়ক ব্যারিকেড দেয়। নিহত ব্যবসায়ী মমিন কে সি এল সুজের মালিক ও বীরকোট গ্রামের আবদুল খালেকের পুত্র। সে স্ত্রী,৪ মেয়ে ও ১ পুত্র রেখে যান।

নিহতের বড় ভাই আবদুল জলিল জানান, গত ২৪ সেপ্টেম্ব তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে একই এলাকার ইউনিয়ন বেলাল ভূইয়ার বখাটে পুত্র মাইনুদ্দিন প্রকাশ বাবু মমিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং তাকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার হাত,পা ভাঙ্গা সহ শরিরের ভিবিন্ন স্থানে মারাক্তক জখম হয় ।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ সময় চিকিৎসাধীন অবস্থায় পর্যপ্ত চিকিৎসা না পেয়ে নির্মম মত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার তার অবস্তার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে স্থানীয় বিক্ষুব্দ জনতা বিচার ও হামলাকারীকে গ্রেফতারের দাবীতে মিছিল বের করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক যানচলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ ব্যপারে নিহতের ভাই আবুল জলিল বাদী হয়ে ২জন আসামী করে একটি অভিেেযাগ দায়েরের করেছে বলে জানায়। স্থানীয় লোকজন জানান, ব্যবসায়ী মমিনের লাশ ময়নাতদন্ত করলেই প্রর্কৃত রহস্য বের হবে। সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মর্কতা হারুনুর অর রশিদ চৌধুরী বলেন, লাশের ময়না তদন্ত করার পর জানাযাবে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত