শ্রীমঙ্গল, ০৮ নভেম্বর, এবিনিউজ : জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে সম্মাননা পুরস্কার পেলেন শ্রীমঙ্গলের আবু সুলতান মোহাম্মদ ইদ্রিছ লেদু। গতকাল মঙ্গলবার সিলেট আবুল মাল আব্দুল মুহিত জেলা ক্রীড়া কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছা. নাজমানারা খানুম প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ পুরস্কার তুলে দেন।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান। এছাড়াও মহিলা সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টের চেয়ারম্যান শামিম আরা তারেক। উল্লেখ্য তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মরহুম এটিএম তারেকের সহধর্মিণী।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা