
ঢাকা, ০৮ নভেম্বর, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেয়া হয়নি। তিনি বলেন, সরকারের বাধার কারণে নয়, বিএনপির সিপিএ সম্মেলনের কারণে বিএনপির সমাবেশ পিছিয়েছে। তাদের এ সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেয়া হয়নি। কিন্তু বিএনপি এ নিয়ে এখন মিথ্যাচারের রাজনীতি করছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।