![হোসেনপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/08/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_109938.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৮ নভেম্বর, এবিনিউজ : মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভেজাল খাদ্য ও পন্য বিক্রির দায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি)) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, সিভিল সার্জন অফিসের জেলা সেনেটারী পরিদর্শক শংকর চন্দ্র পালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, দুপুরে উপজেলা সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভেজাল খাদ্য ও পন্য বিক্রির দায়ে মেসার্স শিবাস মোদক স্টোরকে ৪ হাজার টাকা, রুমা বেকারিকে ৪ হাজার টাকা, স্বর্ণালী ফার্মেসীকে ৩ হাজার টাকা, রতন স্টোরকে ৩ হাজার টাকা ও নয়ন মেডিকেল হলকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জব্দকৃত ভেজাল এবং রং মিশ্রিত খাদ্য ও পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা