
লক্ষ্মীপুর, ০৮ নভেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আহসান উল্যাহ নামে এক ব্যক্তিকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রামম্যাণ আদালত। আজ বিকেল ৪টার দিকে সদর উপজেলার সাহাপুর এলাকায় আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দিয়ে কারাগারে পাঠান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রন পরিদর্শনক মো. নজীব আলীকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযানে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।
এ সময় শহরের সাহাপুর এলাকায় গাঁজা সেবন কালে হাতে নাতে আহসান উল্যাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতকে ৭ দিরে বিনাশ্রম কারাদন্ড দেন এ নির্বাহী কর্মকর্তা।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী বিষয়টি নিশ্চিত করেন।
এবিএন/রাজু দে/জসিম/রাজ্জাক