![রামপালে সততা শপ ও মা সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/08/rampal-map_109973.jpg)
রামপাল (বাগেরহাট), ০৮ নভেম্বর, এবিনিউজ : শৈশব থেকে সততা চর্চা, ন্যায় পরায়নতা ও সত্যাদর্শ অনুশীলনের ব্রত নিয়ে বাগেরহাট জেলার রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলায় সততা দোকান’র যাত্রা শুরু হল ।
আজ বুধবার ৮নভেম্বর দুপুর ১২টায় উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর দক্ষিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কাযক্রমর উদ্বোধন করা হয়। পাশপাশি বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মা-দের উপস্থিতিতে ’মা’ সমাবেশ ও অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ পাল-এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাযক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, রামপাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্যা, সহকারী শিক্ষা অফিসার ওসমান গনি, সহকারী শিক্ষক মোসাঃ ফাহমিদা খাতুন (আঙ্গুর) ও অভিভাবক মোসাঃ হোসনেয়ারা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক বৃন্দ,পাশ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী থানা শিক্ষা অফিসার নলিনী কুমার জোয়ার্দার।
এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক