![ফেনীর ধোনসাহাদ্দা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/08/donsadda-high-school-electi_109975.jpg)
ফেনী, ০৮ নভেম্বর, এবিনিউজ : ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন ০৭ নভেম্বর মঙ্গলবার আনন্দঘণ পরিবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারটি পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন- মাঈন উদ্দিন মায়া মেম্বার প্রাপ্ত ভোট ১৬০, ডাঃ হালিম উল্যাহ প্রাপ্ত ভোট ১৪৬, জালাল আহম্মদ জালাল প্রাপ্ত ভোট ১৪১ ও মিজানুর রহমান মিজান প্রাপ্ত ভোট ১২৬। তাদের প্রতিদ্বন্দি বাহার মিয়া ১১৪, আরিফ উল্যাহ চৌধুরী ১১৩ ও শহীদ মিয়া ১০৬ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়াও মহিলা অভিভাবক সদস্য পদে কহিনুর আক্তার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি আনন্দঘণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখিত চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/ইসমাঈল/জসিম/রাজ্জাক