বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বৃহস্পতিবারের রাশিফল

বৃহস্পতিবারের রাশিফল

ঢাকা, ০৯ নভেম্বর, এবিনিউজ :পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এস্ট্রস্যাজ.কম এ দেওয়া এই দৈনিক রাশিফলে আমরা সঠিক জ্যোতির্বিজ্ঞানের আধারে ভবিষ্যফল লিখি। এইরকম সাপ্তাহিক রাশিফলে আমরা সূক্ষ্মতম জ্যোতিষীয় গণনার ধ্যান রাখি। যদি মাসিক রাশিফলের কথা বলি তো মানদণ্ড এটার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ষিক রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। বিশেষতঃ আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে -

মেষ(২১ মার্চ – ২০ এপ্রিল):নতুন কেউ শত্রু হতে পারে। সারাদিন নানা ঝামেলার মধ্যে কাটবে। সংসারে অশান্তির জন্য মনে কষ্ট বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে দূরে ভ্রমণের বিষয়ে আলোচনা হতে পারে। বাতের সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ শুভ।শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ(২১ এপ্রিল – ২১ মে): মনে বাজে চিন্তা-ভাবনার জন্য বিপদ আসতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বেকারদের চাকরির সুযোগ। উপস্থিত বুদ্ধির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমযোগ মিশ্র। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন(২২ মে – ২১ জুন): ব্যবসার দিকে শুভ ফল পাবেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পেটের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশুনার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট(২২ জুন – ২২ জুলাই): রক্তচাপ বাড়ায় শরীরে কষ্ট হতে পারে। প্রেমের ব্যাপারে মনে কষ্ট। সমস্যার কোনো সংবাদ বাড়িতে আসতে পারে। বাবার সম্পত্তির বিষয়ে ভাই-বোনে বিবাদ বাড়তে পারে। প্রেমযোগ শুভ। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ(২৩ জুলাই – ২৩ আগস্ট): শরীরের উপরের অংশে আঘাত লাগতে পারে। অতিরিক্ত কষ্ট করেও আশা পূর্ণ হবে না। তবে অর্থের ব্যাপারে ভালো সুযোগ পাবেন। সংসারে আতিথির জন্য খরচ বাড়বে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): সকাল থেকে কোনো কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় লাভ বাড়বে। বাড়িতে বড় সমস্যা ঘটতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। অর্থসাহায্য পাবেন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ। শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা(২৪ সেপ্টেম্বর – ২৩অক্টোবর): ভালো কাজে প্রতারিত হতে পারেন। ব্যবসাদারদের পাশের ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের সম্ভাবনা। কর্মস্থানে বদলির সম্ভাবনা। প্রেমযোগ মিশ্র। পরিবারের দায়িত্ব পালনে ব্যয় বাড়বে। যাত্রাযোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক:(২৪ অক্টোবর – ২২ নভেম্বর): ব্যবসায় উন্নতির সম্ভাবনা। অতিরিক্ত লোভের জন্য বিপদ আসতে পারে। বন্ধুদের থেকে সাবধান থাকুন। কর্মস্থানে কোনো বিবাদ চাকরির ক্ষতি করতে পারে। মাথাযন্ত্রণা হতে পারে। প্রেমযোগ মিশ্র। শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু(২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আপনার নামে কোনো মিথ্যা কথা প্রচারিত হতে পরে। তবে কর্মস্থানে কঠিন কোনো কাজ করবার জন্য সুনাম বাড়বে। পেটের কোনো সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যবহারে দুঃখ পেতে পারেন। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ মিশ্র। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩

মকর(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): ব্যবসার দিকে বাড়তি কোনো লাভ আসতে পারে। কর্মস্থানে পরিস্থিতির অবনতি হতে পারে। প্রেমের জন্য মনে কষ্ট। গবেষণায় সাফল্য লাভ। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): শরীরে কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে। বাজে খরচ হওয়া থেকে সাবধান থাকুন। গুরুজনের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে, দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা। প্রেমযোগ মিশ্র। শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন(১৯ ফেব্রুয়ারি – ২০মার্চ): কোনো ভালো খবর আসতে পারে। ব্যবসার দিকে বিবাদ থেকে সাবধান। পথে রক্তপাতের সম্ভাবনা। বাবার কোনো কথা আজ মনে লাগতে পারে। প্রেমযোগ শুভ। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত