বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বঙ্গবন্ধুর ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ায় কাশিয়ানীতে আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ায় কাশিয়ানীতে আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ায় কাশিয়ানীতে আনন্দ মিছিল

গোপালগঞ্জ, ০৯ নভেম্বর, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে ‘ঐতিহাসিক দলিল’ বলে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইনায়েত হোসেন, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, রাতইল ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন, রাজপাট ইউপি চেয়ারম্যান এমডি মনিরুল আলম খান, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, আওয়ামী লীগের সমানকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শরাফত হোসেন লাবলু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা, জাতির জনকের এমন স্বীকৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান।

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত