শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কিশোরগঞ্জে সংঘর্ষে তিনজনের প্রাণহানি

কিশোরগঞ্জে সংঘর্ষে তিনজনের প্রাণহানি

কিশোরগঞ্জ, ০৯ নভেম্বর, এবিনিউজ : জেলার মিঠামইনে জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয়সূত্রে জানা যায়, চারিগ্রামের একটি জলমহাল দখলকে কেন্দ্র করে সুলেমান ভুইয়া ও মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন নিহত এবং ২০ জনের মতো আহত হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত