![লক্ষ্মীপুরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/09/opahoran_110085.jpg)
লক্ষ্মীপুর, ০৯ নভেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গাইন বাড়ীর আব্দুস সালামের মেয়ে পূর্ণিমাকে দিনে দুপুরে অপহরণ করা হয়েছে।
স্থানীয় দাসের হাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা বাড়ী থেকে বের হয়ে বিদ্যালয় যাওয়ার পথ থেকেই তাকে ৮ নভেম্বর ২০১৭ তারিখে অপহরন করা হয়। অপহৃত পূর্ণিমার দাদা আবুল খায়ের সাংবাদিকদের জানান, প্রত্যক্ষদর্শী সূত্রে তারা জানতে পারেন - একই গ্রামের মো: জহিরের পুত্র মো: মিলন ৮ নভেম্বর দুপুর ২ টার দিকে পূর্ণিমাকে বিদ্যালয় যাওয়ার পথ থেকে তুলে নিয়ে যায়।
বিদ্যলয়ের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ থানার ওসি মো: মোক্তার হোসেন ও এস আই জাহাঙ্গীরকে জানানো হয়েছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পূর্ণিমার কোন খোঁজ পাওয়া যায়নি।
এবিএন/আকাশ/জসিম/রাজ্জাক