
ঢাকা, ০৯ নভেম্বর, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জানিয়েছেন, শেখ হাসিনার প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবেন না তিনি। প্রতিহিংসার রাজনীতিও করবেন না। শেখ হাসিনাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে চতুর্থ দিনের বক্তব্য দিতে গিয়ে আদালতে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন ফের খারিজ করে দিয়েছেন আদালত।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘আসুন রাজনীতিতে সহিষ্ণু, সুন্দর সংস্কৃতি গড়ে তুলি। যা গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। যাতে আমাদের কাছ থেকে ভবিষ্যত প্রজন্ম ভালো কিছু শিখতে পারে। প্রতিহিংসামূলক বৈরী আচরণের পরও আমি তাকে (শেখ হাসিনা) ক্ষমা করে দিয়েছি। আমি শেখ হাসিনার প্রতি প্রতিহিংসামূলক আচরণ করব না। প্রতিহিংসার রাজনীতিও করবো না।’
খালেদ জিয়া বলেন, ‘আমরা বারবার প্রতিহিংসার বিপরীতে সংযম ও সহিষ্ণুতার পরিবেশ সৃষ্টির চেষ্টা করে এসেছি। কিছুদিন আগেও আমি সংবাদ সম্মেলনে অতীতের তিক্ততার কথা তুলে ধরেছি। আমার ও শহীদ জিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনার ক্রমাগত অশোভন উক্তি, প্রতিহিংসামূলক বৈরী আচরণ সত্ত্বেও আমি ক্ষমা করে দিয়েছি।’