![ইসলামপুরে খালেদ মোশারফের মৃত্যুবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/09/jamalpur_abnews24_110160.jpg)
জামালপুর, ০৯ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার ও সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমের ৪২ তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার বিকালে পালিত অনুষ্ঠিত হয়। খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ এর আয়োজন করে।
খালেদ মোশারফের কন্যা জামালপুর-১৮ সংরক্ষিতি আসনের এমপি মাহজাবিন খালেদ এতে সভাপতিত্ব করেন। পাবলিক হল মাঠে অনুষ্ঠিত ওই স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফরিদৃল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী সুজা, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার নুন্নু, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/রাজ্জাক