![কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/09/biddut-sart_110161.jpg)
কিশোরগঞ্জ, ০৯ নভেম্বর, এবিনিউজ : ছাগলের জন্য কাঁঠালপাতা পারতে গাছে উঠে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে গোলাম রব্বানী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর পুর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে পানিয়াল পুকুর পুর্বপাড়া গ্রামের মোঃ মজিদুল ইসলামের ছেলে।
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, বৃহস্পতিবার দুপুরে সে বাড়ির পাশেই কাঁঠাল গাছে উঠে ছাগলের জন্য কাঁঠালের পাতা পারছিল। এ সময় গাছের উপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভী লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও তিনি জানিয়েছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/নাজমুল ইসলাম/জসিম/রাজ্জাক