বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মা‌নিকগ‌ঞ্জে ৪টি ড্রেজার পুড়িয়ে দিয়ে‌ছে প্রশাসন

মা‌নিকগ‌ঞ্জে ৪টি ড্রেজার পুড়িয়ে দিয়ে‌ছে প্রশাসন

মা‌নিকগ‌ঞ্জে ৪টি ড্রেজার পুড়িয়ে দিয়ে‌ছে প্রশাসন

মা‌নিকগঞ্জ, ০৯ নভেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর শাখা নদী‌তে ‌অ‌বৈধ ড্রেজ‌রি বসিয়ে বালি উত্তোলন করার অপরাধে ৪টি ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ৪ টি অবৈধ ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

জিয়নপুর ইউনিয়নের আমতুলী এলাকায় নদীতে অবৈধ ভাবে ২টি ও খলসী ইউনিয়নের খলসী এলাকায় ২ টি ড্রেজার বসিয়ে বালি/মাটি উত্তোলন করার অপরাধে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা জানায়,দীর্ঘ দিন যাবৎ দৌলতপুর উপজেলার চকহরিচরন গ্রামের আব্দুল মজিদ ও রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লা যমুনা নদীর শাখা আমতুলী এলাকায় নদীতে এবং খলসী গ্রামের ধনী শেক ও বেলদো গ্রামের ইউসুফ আলী নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালি ও মাটি উত্তোলনের মাধ্যমে ব্যবসা করে আসছিল। পরে জেলা প্রশাসকের নিদের্শে অভিযান পরিচালনা করে ৪ টি অবৈধ ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত