ইন্দুরকানী (পিরোজপুর), ০৯ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় ৭ জেডিসি পরীক্ষার্থীসহ ৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য ইন্দুরকানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বালিপাড়া থেকে ইন্দুরকানীগামী দুটি ইজিবাইক ওভারটেকিং করার সময় চালক ফারুকের ইজি বাইকের ধাক্কায় জেডিসি পরীক্ষার্থীবাহী ইজি বাইকটি খাঁদে পড়ে যায়। এ ঘটনায় আহত পরীক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার শিক্ষক খান নাসির উদ্দিন। আহতরা হলেন নাদিরা, ফারজানা, তামান্না, সুমাইয়া, সামসুন্নাহার, ফারজানা, আবুল কালাম ও শাহরিয়ার।
এবিএন/নাইম খান/জসিম/রাজ্জাক