শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গলাচিপায় কলেজ ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে শোক মিছিল!

গলাচিপায় কলেজ ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে শোক মিছিল!

গলাচিপায় কলেজ ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে শোক মিছিল!

পটুয়াখালী, ০৯ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর গলাচিপা উপজেলা বকুলবাড়িয়া কলেজ ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বকুলবাড়িয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়কসহ গ্রামের প্রতিটি মহল্লায় স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও বিভিন্ন স্তরের জনসাধারণ মাথায় কালো কাপরের শোক এর ব্যাচ পরে, নাঈম হত্যার প্রতিবাদে ও হত্যাকারী মাসুম মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে শোক মিছিল করে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বের ২০১৭ইং রোজ মঙ্গলবার স্থানীয় একটি খেলার মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, ৫ নং ওয়ার্ডের মতলেব মোল্লার ছেলে মাসুম মোল্লা নিজের হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে কলেজ ছাত্র নাঈমের মাথায় আঘাত করলে, তাতে নাঈম গুরুতর যখম পেলে, উন্নত চিকিৎসার জন্য ঐ দিনেই এ্যাম্বুলেন্সে বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরী ঘাটেই নাঈমের মৃত্যু হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে, বর্তমানে বকুলবাড়িয়া ইউনিয়ন ও নিহতের পরিবারে শোকের বাতাস বৈছে।

বিভিন্ন সূত্রে যানা যায়, নিহতের পরিবারে মামলা না করার চাপ প্রয়োগ করছে বলে জানা যায়। ঘটনা ঘটার ৪৮ ঘন্টা পার হলেও নাঈম হত্যার বিচারের দাবীতে নিহতের পিতা মোঃ খলিল মৃধা কাউকে আসামী করে মামলা হয়নি। তবে এ হত্যার ঘটনায় লাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত